Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

নওগাঁ জেলা
নওগাঁ জেলা শহরটি আত্রাই নদীর একটি শাখা নদী ছোট যমুনা দ্বারা বিভক্ত হয়েছে। শহরটির অবস্থান ২৪.৯০°E ৮৮.৭৫°N। নওগাঁ জেলা সাবেক রাজশাহী জেলার মহকুমাগুলোর মধ্যে একটি মহকুমা ছিল। নওগাঁ বৃহত্তর রাজশাহী জেলার একটি অংশ। ১৯৮৪ সালের ১লা মার্চ ইহা জেলাতে উন্নীত হয়। ইহার উত্তরে ভারত, পূর্বে বগুড়া এবং জয়পুরহাট জেলা, দক্ষিণে রাজশাহী এবং নাটোর জেলা এবং পশ্চিমে চাপাইনবাবগঞ্জ জেলা এবং ভারত দ্বারা ঘেরা। জেলা শহরটির নামকরনে রয়েছে একটি স্বতন্ত্র ইতিহাস। বিশ্বাস করা হয় যে, “নওগাঁ” নামকরন হয়েছিল ‘নও’ এবং ‘গাঁও’ শব্দ দুটি হতে। বাংলায় ‘নও’ অর্থ নতুন এবং ‘গাঁও’ অর্থ গ্রাম। অত:পর বিশ্বাস করা হয় যে, নয়টি নতুন গ্রামের সমন্বয়ে নওগাঁ গঠিত হয়। মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য জেলাটির লোকজন সুপরিচিত। শহীদ মেজর নাজমুল হক ১৯৭১ সালের মার্চের শুরুতে নওগাঁ মহকুমায় ইস্ট পাকিস্থান রাইফেল্স(ইপিআর)৭নং এর উইং কমান্ডার নিযুক্ত হন। তিনি নওগাঁকে স্বাধীন বাংলার অংশ হিসেবে ঘোষণা করেন এবং ইপিআর সৈন্য ও স্বেচ্ছাসেবক সমন্বয়ে একটি ব্যাটালিওন গঠন করেন। পাকিস্থানি সৈন্যদের পরাজিত করার পর তিনি উক্ত ব্যাটিলিওনের কমান্ডার হিসেবে বগুড়া শহরের সেনানিবাসে অবস্থান গ্রহন করেন। প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানঃ নওগাঁ কে.ডি উচ্চ বিদ্যালয় (১৮৮৪), নওগাঁ জিলা স্কুল (১৯১৭), রাজা হারানাথ উচ্চ বিদ্যালয়(১৯৯০), কালিগ্রাম রবীন্দ্রনাথ ইনষ্টিটিউট(১৯১০), চক আথিতা উচ্চ বিদ্যালয়(১৯১৪), চাকলা উচ্চ বিদ্যালয়(১৯১৬), কীর্তিপুর উচ্চ বিদ্যালয়(১৯২১), শারবামানাল উচ্চ বিদ্যালয়(১৯২১), প্যারামোহন বালিকা উচ্চ বিদ্যালয়(১৯০৯), কেন্দ্রীয় বালিকা উচ্চ বিদ্যালয়(১৯২৬), নওগাঁ বালিকা উচ্চ বিদ্যালয়(১৯৪৮), বশিরুদ্দীন মেমোরিয়াল কো-অপারেটিভ মহাবিদ্যালয়(১৯৪৬)। বার্ষিক তাপমাত্রাঃ সর্বোচ্চ ৩৭.৮° সেলসিয়াস এবং সর্বনিম্ন ১১.২° সেলসিয়াস। বার্ষিক গড় বৃষ্টিপাত ১৮৬২ মি:মি:।
আত্রাই, পূর্নভরা, ছোট যমুনা, নাগর, চিরি এবং তুলিসী গঙ্গা প্রধান নদী। গোটা, মনসুর এবং দীঘলি প্রসিদ্ধ বিল। প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের প্রাচুর্য, প্রাচীন মসজিদগুলোর মধ্যে প্রসিদ্ধ মসজিদ এই জেলায় অবস্থিত। প্রত্নতাত্ত্বিক স্থান পাহাড়পুর  বিহার ইউনিস্কোর বিশ্ব ঐতিহ্যের স্থান হিসেবে প্রাথমিক ভাবে তালিকাভূক্ত হয়েছে। ধামুরহাট উপজেলায় অবস্থিত জ্বগদ্দল বিহার, ভিমের পান্টি, মাহী সন্তোষ মাজার, আলতাদিঘি(একটি বড় জলাশয়/দিঘি)নির্মান সৌন্দর্য ও চমৎকার প্রাকৃতিক দৃশ্যের জন্য সুপরিচিত। পত্নীতলা উপজেলার দিবর দিঘির নির্মান শৈলীতে রয়েছে চমৎকার ইতিহাস। আবার বাংলায় আফগান শাসনামলে উচ্চ পদাধিকারী ব্যক্তিত্ব সোলায়মান মান্দা উপজেলায় কুসুম্বা মসজিদ নির্মান করেন। নওগাঁ সদর উপজেলার দুবলহাটি রাজবাড়ী(লর্ড হাউজ) এবং দীঘলি বিল (একটি সুন্দর প্রাকৃতিক  জলাশয়) চিত্ত-বিনোদনের জন্য প্রসিদ্ধ স্থান। এটা বরেন্দ্র অঞ্চলের কেন্দ্রীয় অংশ যার আয়তন ৩৪৩৫.৬৭ বর্গকিলোমিটার এবং যার ৮০% জমি চাষযোগ্য। জেলাটির বেশীর ভাগ লোক কৃষক। এই এলাকায় মাটি উর্বর, অজৈব কাদা যাকে দোআশঁ বলা হয়। প্রধান শস্য ধান, পাট, গম, ভূট্টা, আখ, আলু, মটর, তৈলবীজ, বেগুন, পিঁয়াজ এবং রসুন। নওগাঁ জেলা ভাল মানের ধান উৎপাদনের জন্য বিখ্যাত এলাকা এবং বৃহৎ চাউল প্রক্রিয়া করন কারখানা হিসেবে শীর্ষ তালিকায় স্থান পেয়েছে। বর্তমানে রাজশাহী এবং চাপাইনবাবগঞ্জ অপেক্ষা উন্নত মানের প্রচুর মিষ্টি আম এই জেলায় জন্মায়।  

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, এলজিইডি নওগাঁ অফিসটি নওগাঁ জেলার প্রাণকেন্দ্র জেলা প্রশাসকের কার্যালয় এবং সার্কিট হাউজ এর পার্শ্বে  অবস্থিত।  স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, এলজিইডি নওগাঁ এর আওতায় মোট ১১টি (এগার) উপজেলা রয়েছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন যেমনঃ রাস্তা-ঘাট (নির্মাণ/সংস্কার), ব্রিজ-কালভার্ট (নির্মাণ/সংস্কার), বিভিন্ন অফিস ভবন(নির্মাণ/সংস্কার), উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন নির্মাণ, ইউনিয়ন পরিষদ(নির্মাণ/সংস্কার), রবার ড্যাম, খালখনন, পাবলিক টয়লেট নির্মাণ সহ সরকারের সকল নির্দেশিত বহুমুখী জনবান্ধব ও উন্নয়নমূলক  কার্যক্রম সম্পাদন করা হয়।

এক নজরে নওগাঁ

আয়তনঃ ৩৪৩৬ বর্গকিলোমিটার
উপজেলা সড়কঃ ১০৯৩ কি:মি:
ইউনিয়ন সড়কঃ ১০৯৪ কি:মি:
গ্রামীন সড়ক এঃ ১৮৩৬ কি:মি:
গ্রামীন সড়ক বিঃ ১৬০৩ কি:মি:
জনসংখ্যাঃ ২৩,৮৫,৯০০ জন
ঘনত্বঃ ৬৯৪ জন
শিক্ষার হারঃ ৬২.৫২%
উপজেলার সংখ্যাঃ ১১ টি
ইউনিয়নের সংখ্যাঃ ৯৯ টি
পৌরসভার সংখ্যাঃ ৩টি
প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যাঃ ১২৭৬টি
মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যাঃ ৪৫৪টি
মহাবিদ্যালয়ের সংখ্যাঃ ৮১টি